Pages

Indian_visa Etoken

Powered by Blogger.
 

Saturday, March 5, 2016

Indian_visa Etoken..proces

0 comments

indian visa;get appointment date indian visa for bangladesh

0 comments
আসসালামুয়ালায়কুম. আজকে আমি আপনাদের একটা টিকস সম্পর্কে জানাবো. আপনার জানেন যে indian visa appointment date পাওয়া অনেক কঠিন কিন্তু আমি আপনাদেরকে অনেক সহজ করে দিব এর জন্য আপনারা প্রথমে 1mb speed এর একটি ইন্টারনেট প্যাকেজ কিনে নিবেন.
এর পর আপনারা নিচে থেকে Opera internet browser টা ডাউনলোড করে নিবেন.

http://filehippo.com/download_opera/download/72819a28595426021da8cd2a9d36ef7f/

আমি 10 টা করে দেখিয়েছি কিন্তু আপনারা 15 টা করবেন. এরপর ডাউনলোড করা অপেরা মিনিটা সব কয়টা ফোল্ডারে রাখবেন এবং ডাবল ক্লিক করবেন. এরপর প্রতিটা অপেরা মিনি অপেন করে No Apppointment Dates are available এই পর্যন্ত অপেন করে রাখুন. একটা কথা আগে থেকে বলে রাখি আপনারা কমপক্ষে 4/5 ঘন্টা আগে এই পেজ পর্যন্ত কাজ করে রাখবেন সম্ভাব হলে আগের দিন রাত্রে করে রাখবেন.নিচের ছবির মত করে-


যদি দেখেন get Apppointment Date আসছে না তাহলে Reprint এর উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে ‍inspect Element এ ক্লিক করুন এবার

" " এই ঘরের ভিতর যা থাকবে তা মুছে দিন দেখুন get Apppointment শো করেছে.

এবার আপনারা নিচের ভিডিও টা দেখুন আশা করি বুঝতে পারবেন.
 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=JJMqkYZ1DkQ
.
.
.source code-
=========
<tr>
        <td align="left" valign="middle" width="115"><div align="right"><font size="3" face=Arial,
Helvetica, sans-srif"><font color="#990000"><strong>Select &nbsp;Date</strong></font></font>
    </div></td>
    <td align="right" valign="middle" width="99"><div align="left"><font size="3" face="Arial, Helvetica, sans-
serif"><font color="#990000">
         <select name="DATE" size="1">
                  <option selected="selected" value="">Select</option>
                 null<option 25="" 01="" 2015="" value="25/01/2015"title="25/01/2015"> 25/01/2015</option>
         </select>
       </font>
       </font></div></td>
               <td width="163"><div align="right">
         <input name="SAVE" class="LoginButton2" value="Confirm The Appointment" type="submit">
    </div></td>
         <td colspan="2"></td>
          </tr>
==============
কারও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভাল লাগলে লাইক দিবেন.

Indian visa; autofill; lazarus form recovery; show selected image add-ons

0 comments
অনেকে আমার কাছে Indian visa এর add- ons গুলো জানতে চেয়েছেন তো তিনটা add- ons সম্পর্কে আমি বলবো এগুলো হল: autofill, lazarus form recovery, show selected image মূলত এই তিনটা add- ons mozilla firefox এর add- ons . আপনি যদি autofill, lazarus form recovery, show selected image এই তিনটা add ons ব্যবহার করেন তাহলে আপনার appointment date নিতে অনেক সুবিধা হবে. 


এবার দেখাব কোন add- ons এর কি কাজ :

* autofill

এই add ons দিয়ে যে কোন from autofill up করা যায়.

* lazarus form recovery

এই  add ons দিয়ে যে কোন from recovery করা যায়.

* show selected image

এই add ons দিয়ে যদি কোন from এর captcha code না আসে তাহলে খুব সহজে এটি দিয়ে আনা যায়. এই add ons গুলো নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন.
এবার নিচের ভিডিও টা দেখুন কি ভাবে install করবেন এবং কাজ করবেন. 
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=rlGVaSdQTkw

ভিসার আবেদনের জন্য অ্যাম্বাসিতে যে সকল কাগজ পত্র প্রয়োজনীয়

0 comments



ভিসার আবেদনের জন্য অ্যাম্বাসিতে যে সকল


কাগজ পত্র প্রয়োজনীয়
<<<<<<<<<<<<<<<<<<<<<< 
 
1. ন্যাশনাল আইডি/জন্ম নিবন্ধনের ফটোকপি।
2. বিদ্যুৎ অথবা টেলিফোন বিলের মূল কপি (শেষ মাসের)।
3. ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট না থাকলে ১৫০ ডলারের এন্ডোর্সমেন্ট।
4. চারিত্রিক/নাগরিক সনদপত্র (মূলকপি)।
5. পেশাগত কাগজপত্র যেমন Ñ
ক) ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স (মূল কপি)।
খ) চাকুরিজীবি হলে ঘঙঈ (প্রত্যায়ন পত্র) (মূল কপি)।
গ) কৃষিজীবি হলে জমির পর্চার (ফটোকপি)।
ঘ) চিকিৎসার জন্য হলে ডাক্তারী কাগজপত্র ইত্যাদি।
ঙ) ষ্টুডেন্ট হলে স্কুল অথবা কলেজের আই.ডি কার্ডের (ফটোকপি)।
6 এক কপি রঙ্গিন ছবি। (২ ইঞ্চি ও ২ ইঞ্চি, ব্যাকগ্রাউন্ড সাদা)
7 পাসপোর্টের প্রথম ৫ পৃষ্ঠার (ফটোকপি)।
8 পূর্বের ইন্ডিয়ান ভিসা থাকলে শেষ যে ভিসায় যাওয়া হয়েছে সেটির (ফটোকপি)।